শনিবার, ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আগামী নির্বাচন ও শেখ হাসিনার অধীনেই হবে-চরফ্যাশনে তোফায়েল আহমেদ
আগামী নির্বাচন ও শেখ হাসিনার অধীনেই হবে-চরফ্যাশনে তোফায়েল আহমেদ
লালমোহন বিডিনিউজ: বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কোন প্রস্তাবই বাস্তব সম্মত নয়। ২০১৪ সালে তারা নির্বাচনে না এসে ভুল করেছে। আগামী জাতীয় নির্বাচন ও শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয় নবনির্মিত ৫ তলা বিশিষ্ট চরফ্যাশন উপজেলা পরিষদের ভবন উদ্বোধন শেষে ব্রজগোলাপ টাউন হল রুমে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
এ সময় বাণিজ্য মন্ত্রী আরো বলেন, ভোলার গ্যাস ফিল্ড থেকে চরফ্যাশনে ও গ্যাস প্রদান করা হবে। চরকুকরী-মুকরীতে পর্যটকদের জন্য সুন্দর পরিবেশ করা হয়েছে। চরফ্যাশনের মানুষ ভোলা-বরিশাল ব্রীজ হলে ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে ঢাকায় পৌছতে পারবে। আগামী নির্বাচনে আপনারা জ্যাকব কে আরো দ্বিগুণ ভোট দিয়ে নির্বাচিত করবেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে সোনার বাংলা গড়ার স্বপ্ন ভূলণ্ঠিত করতে চেয়েছে। শেখ হাসিনা সারা পৃথিবীর রাষ্ট্রনায়কের মধ্যে একমাত্র নেতা। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নয়ত দেশে রূপান্তরিত করবেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫৬১ ডলার থেকে উন্নতি করে ৯ বছরে ১৬শ ডলারে উন্নতি লাভ করেছে। আজ জাতীয় শোক দিবসের ৫ম দিন। এই মাসেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। জ্যাকব আজ যে উন্নয়ন করেছে চরফ্যাশনকে ২শ বছর এগিয়ে দিয়েছে।
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বিএনপির আমলে আ’লীগ নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। চরফ্যাশনে ২০০১ সালে যে অত্যাচার ও নির্যাতন করেছে কোন নেতাকর্মীরা এলাকায় থাকতে পারেনি। আমাকে আমার বাবার কবর জেয়ারত করতে দেয়া হয়নি। কায়কোবাদ হত্যার মামলায় আসামী করে কারাবাস ও রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে।
উপমন্ত্রী আরো বলেন, চরফ্যাশনে দৃষ্টিনন্দন টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শিশু পার্ক, মায়া নদীর ওপর ব্যয়বহুল দু’টি ব্রীজ নির্মাণ, অসংখ্য সড়ক, স্কুল, মাদ্রসা ও কলেজের এমপিও ভূক্তিসহ বিপুল উন্নয়ন করেছি। চরফ্যাশন হবে সারাদেশের মধ্যে একটি আধুনিক উপজেলা। দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে ভ্রমণে আসবে। আর চরফ্যাশনের কথা স্মরণ করে রাখবে সবাই।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু, সংসদ সদস্য অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্না, স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী সেমা প্রসাদ অধিকারী, ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নীলিমা সুলতানা জ্যাকব প্রমুখ সহ উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।