শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » জেলা পর্যায়ে আব্দুল হান্নান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন
জেলা পর্যায়ে আব্দুল হান্নান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় শাখায় জেলা পর্যায়ে বোরহানউদ্দিন উপজেলার বি, কে, এম, মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বোরহানউদ্দিনের ছেলে আব্দুল হান্নান ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক পদে নির্বাচিত হওয়ায় বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধায় বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সকল সাংবাদিক বৃন্দ এই অভিনন্দন জানায়। ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক পদে নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন তার এই সফলতায় সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ.এম এরশাদ তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, মাধ্যমিক পর্যায়ে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক আব্দুল হান্নান একজন আদর্শবান ও পরিশ্রমী মানুষ। তিনি বোরহানউদ্দিনে আইসিটি ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জণ করেছেন। তার এই সফলতা বোরহানউদ্দিনের শিক্ষক সমাজকে আলোকিত করেছে বলে তিনি মনে করেন। আমি আশাবাদী ভবিষ্যতেও তার এই সফলতা অব্যাহত থাকবে।