শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে আসছেন প্রধানমন্ত্রীর মেয়ের জামাতাসহ ৩ মন্ত্রী
চরফ্যাশনে আসছেন প্রধানমন্ত্রীর মেয়ের জামাতাসহ ৩ মন্ত্রী
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জামাতাসহ ৩ মন্ত্রী আসছেন আগামীকাল শনিবার।
তাদের আগমন উপলক্ষে সমগ্র ভোলায় সাজ সাজ রব। তোড়ণে সু-সজ্জিত পৌর এলাকা । উপজেলা পরিষদ চত্ত্বর ও সেজেছে নতুন সাজে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি, বিশিষ্ট অতিথি ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু ।
আরো উপস্থিত থাকবেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। অনুষ্ঠানে সার্বিক দিক নির্দেশনা হিসাবে থাকছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য ও সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
উপজেলার প্রকৌশলী সূত্রে জানা গেছে, ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে চরফ্যাশন উপজেলা পরিষদের নবনির্মিত ৫ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করবেন অতিথিগণ ।