বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তজুমদ্দিন | দক্ষিণ আইচা | দৌলতখান | বোরহানউদ্দিন | ভোলা | মনপুরা | লালমোহন | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মাদকদ্রব্য সহ এক বছরে ৬৫৯ জন গ্রেফতার
ভোলায় মাদকদ্রব্য সহ এক বছরে ৬৫৯ জন গ্রেফতার
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: ভোলা জেলার ৭ টি উপজেলায় পুলিশের অভিযানে গত এক বছরে মাদকদ্রব্য সহ ৬৫৯ জনকে আটক করেছে পুলিশ।
এর মধ্যে মাদক আইনে পুলিশ বাদী হয়ে ৫১০টি মামলা দায়ের করে এবং উদ্ধার করা হয়েছে ১৫ হাজার ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ কেজি গাঁজা এবং ১১০ বোতল ফেন্সিডিল । মামলাগুলোতে আসামী রয়েছে ৭২০ জন।
বৃহস্পতিবার দুপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দোলেয়ার হোসেন (২৬) নামের একটি মাদক ব্যবসায়ীকে আটক করে ।
আটককৃত দেলোয়ার ফেনী জেলার ছাগলনাইয়া পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সামসুল হকের ছেলে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক ব্যবসায়ীদের গ্রেফাতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসপি মোকতার হোসেন।