বুধবার, ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ১৫ আগষ্ট পালনে পতাকা উত্তোলনের নিয়ম না মানলেই জরিমানা
ভোলায় ১৫ আগষ্ট পালনে পতাকা উত্তোলনের নিয়ম না মানলেই জরিমানা
লালমোহন বিডিনিউজ,পুষ্পেন্দু মজুমদার ভোলা :ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাত বার্ষিকী ১৫ আগষ্ট পালনে পতাকা উত্তোলনে নিয়ম না মানলেই জরিমানা করা হবে। জেলা প্রশাসকের নেতৃত্বে ওই দিন মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গ্রাম ও শহরাঞ্চলের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ভবনে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখার ক্ষেত্রে যথাযথ নিয়ম পালনে একদিন আগে জেলা প্রশাসকের নেতৃত্বে ওই টিম মাঠ পর্যায়ে গিয়ে নিয়মবিলী বিষয় তুলে ধরবেন। পতাকার সাইজ ও রং দেখবেন। একদিন আগে মাইকিং করেও জানান দেয়া হবে। পতাকা উত্তোলনে যারা নিয়ম মানবেন না তাদের বা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে মসজিদে ১৫ আগষ্ট স্মরণে ওই দিন দুপুরে নামাজের আগে আলোচনা ও দোয়া করার বিষয় নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়। মসজিদে দোয়া ও আলোচনা হয় কি না তা দেখার জন্য কয়েকটি টিম অভিযানে থাকবে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হামিদ, সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম , প্রবীন রাজনীতিবিদ আনোয়ার হোসেন , প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মুন্সি, সাংবাদিক শিক্ষক অমিতাভ অপু প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি , বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন। এ ছাড়া ১৫ আগষ্ট শিশুদের জন্য কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠাকে আগেই চিঠি দিয়ে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও মনিটরিং টিমের আওতায় রাখার সিদ্ধান্তও নেয়া হয়।