বুধবার, ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বাসের ধাক্কায় লালমোহনের বৃদ্ধ নিহত
বোরহানউদ্দিনে বাসের ধাক্কায় লালমোহনের বৃদ্ধ নিহত
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বশির উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
জানা যায়, বুধবার বিকেল ৩ টায় ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্যরপুল এলাকায় চরফ্যাশনগামী সুন্দরবন নামের যাত্রীবাহি বাস লালমোহন গামী একটি অটোকে ধাক্কা দেয় । এতে অটোতে (ইজিবাইক) বসে থাকা যাত্রী বশির ছিটকে পরে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।
নিহত বশির উদ্দিন লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত পাঞ্জে আলীর ছেলে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বশির ইজিবাইক (অটোতে) করে লালমোহনে যাচ্ছিল। পিছন থেকে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিয়ে চলে যায়। এতে বশির আটো থেকে ছিটকে পড়ে সড়কের পাশের গাছের সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে । বর্তমানে ভোলা মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।