বুধবার, ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখান পৌর এলাকার রাস্তাগুলো সংস্কারের অভাবে বেহাল দশা
দৌলতখান পৌর এলাকার রাস্তাগুলো সংস্কারের অভাবে বেহাল দশা
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি: দৌলতখান পৌরসভার প্রত্যেকটি সড়কের অবস্থা অত্যান্ত নাজুক হয়ে পরেছে। দেখার কেউ নেই। যানবাহন নিয়ে সড়কে চলাফেরা করা খুবই কঠিন হয়ে পরেছে।
অন্য দিকে রাস্তায় চলাচলকারী পথিকসহ স্কুল, কলেজ, মাদ্রাসার পড়ুয়া ছাত্র/ছাত্রীদের দুর্ভোগের শেষ নেই।
এক দিকে সড়কের মাঝে বড় বড় গর্ত অন্যদিকে পৌরবাসীদের নাগরিক সুবিধার জন্য সড়ক কেটে ৮ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে ১৫.৮ মিঃ সাপ্লাই পানির লাইন টানা হচ্ছে। পৌরবাসীর সাপ্লাই পানির লাইনের চেয়ে রাস্তাগুলো মেরামত করা খুবই গুরুত্ব পূর্ণ ছিল বলে মনে করেন পৌরবাসীরা।
গত চার পাঁচ মাস পূর্বে পৌরসভার ৭নং ওর্য়াডের খাল পাড়ের রাস্তাটি বোরাক ড্রাইভাররা তাদের চলাচলের জন্য নিজ উদ্ধেগে মেরামত করেছে।
পৌর মেয়র জাকির হোসেন তালুকদার তখন জানালেন, কয়েক দিনের মধ্যেই রাস্তাগুলো মেরা মত করা হবে। অথচ চার, পাচঁ মাস চলে গেলে ও কোন রাস্তা মেরামতের কিছুই লক্ষ্য করা যায়নি।
ফলে প্রতিনিয়ত ঘটছে অনাকাংখিত দূর্ঘটনা।
দৌলতখান পৌরসভার মধ্যে দুটি কলেজ, দুটি সরকারী হাইস্কুল, দুটি বেসরকারী হাইস্কুল, পাচঁটি মাদ্রাসা, আটটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যেখানে হাজার হাজার কোমলমতি ছাত্র/ছাত্রীরা অধ্যায়নর করে। রাস্তাগুলো ভাঙার কারনে তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে যাতায়াত বিঘ্ন হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, রাস্তা খারাপ থাকার কারনে তাদের প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে।
দৌলতখান পৌরবাসী জরুরী ভিত্তিতে রাস্তাগুলো মেরামতের জন্য জোর দাবি জানান।