মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় | বিবিধ | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু’র ইন্তেকাল
বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু’র ইন্তেকাল
লালমোহন বিডিনিউজ,সোহেল সিকদার ঢাকা: বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেছেন (ইন্নাইলাহি…..রাজিউন)।
মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের নিজ বাসভবন গিলন্ডে মারা যান তিনি। মুন্নুর কন্যা আফরোজা খান রিতার ব্যক্তিগত সহকারী রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।
রেজা আরও জানান, মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন ।
হারুনুর রশিদ খান মুন্নু ১৯৩৩ সালের ১৭ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই শুরু করেছিলেন ব্যবসা কিন্তু স্বপ্নটা ছিল আকাশ সমান। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার ভাঙন কবলিত আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামেই কেটেছে তার শৈশব-কৈশর। তিনি ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ‘৯৬ সালের নির্বাচনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন। ২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া) আসনেও জিতেন মুন্নু। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোন দপ্তর দেয়া হয়নি।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। মুন্নুর কন্যা ও মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান সভাপতি আফরোজা খান রিতা লন্ডনে অবস্থান করছেন। তিনি দেশে আসার পর দাফনের সময় ঠিক করা হবে জানিয়েছেন।
বর্তমানে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নু নগরে বসবাস করতেন। মানিকগঞ্জে বেশ কয়েকটি শিল্পকারখানা, হাসপাতালসহ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে মানিকগঞ্জে শেকের ছায়া নেমে এসেছে। মরদেহ একনজর দেখতে ভিড় করছেন হাজারো মানুষ।