
রবিবার, ৩০ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আবারও খাবারে নেশাদ্রব্য মিশিয়ে ঘর লুট ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আবারও খাবারে নেশাদ্রব্য মিশিয়ে ঘর লুট ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: লালমোহনে আবার ও খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে ঘর লুট করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
শুক্রবার রাত অানুমানিক ৩ টায় লালমোহন পৌর শহর ৪নং ওয়ার্ড করিম রোড এলাকায় এ ঘটনা ঘটে ।
সুত্রে জানা যায়, করিম রোড এলাকার আলহাজ্ব সফিউল্লাহ হাওলাদাররের বাসায় নেশাজাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয় পরিবারের সকল কে অচেতন করে ছাদের বেন্ডিলেটার দিয়ে উঠে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দূর্বৃত্তরা । এ সময় দূর্বৃত্তরা আলমারী ভেঙ্গে স্বর্ন অলংকার, নগদ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।
পরবর্তীতে রবিবার সকালে স্থানীয়রা ঐ পরিবারের সকল কে অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল লালমোহন হাসপাতালে ভর্তি করে । বর্তমানে তারা লালমোহন উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।