
রবিবার, ৩০ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় বিএনপি’র আলোচনা সভা ও সদস্য ফরম বিতরন ।। লালমোহন বিডিনিউজ
মনপুরায় বিএনপি’র আলোচনা সভা ও সদস্য ফরম বিতরন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সীমান্ত হেলাল-মনপুরা: ভোলার মনপুরায় আনুষ্ঠানিকভাবে বিএনপি’র সদস্য ফরম বিতরন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে সদস্য ফরম বিতরন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, চরফ্যান-মনপুরায় বিএনপি ও ধানের শীষ মানেই আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। আর সে জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা দেশের ন্যায় নাজিম উদ্দিন আলম ভাইয়ের হাতে এই সদস্য ফরম তুলে দেয়া হয়। যা আজ আলম ভাইয়ের হাত ধরে আমাদের তৃনমূলে এসে পৌছেছে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
আলোচনা শেষে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের হাতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সদস্য ফরম তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি মো: জামাল উদ্দিন মাষ্টার, আনোয়ার হোসেন মাষ্টার, যুগ্ম সম্পাদক মো: সেলিম পাটোয়ারী, দপ্তর সম্পাদক মো: ছালেহ উদ্দিন, হাজীর হাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলম ভুইয়া, সহ সভাপতি মো: বিপ্লব ফরাজী, হাজী মোস্তাফিজ মিয়া, সাধারন সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মনির মাতাব্বর, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) লোকমান হোসেন মেম্বার, স্বেচ্ছাসেবক দল সভাপতি ইস্তাক আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান, শ্রমিকদল সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম ব্যাপারী, মৎস্যজীবিদল সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, কৃষকদল সাধারণ সম্পাদক মো: সফিক, সাংগঠকি সম্পাদক মো: সেলিম মিয়া, উপজেলা ছাত্রদল সভাপতি শাহজালাল আল আমীন, সিনিয়র সহ সভাপতি সীমান্ত হেলাল, সাধারণ সম্পাদক নুর আলম শামীম, হাজীর হাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ গনি, সাধারণ সম্পাদক মো: দুলাল, সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান রুবেলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।