রবিবার, ৩০ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম » লালমোহন নাজিরপুর ব্রিজের দু-মাথার রাস্তায় খাঁদ! দূর্ঘটনার আশংকা । । লালমোহন বিডিনিউজ
লালমোহন নাজিরপুর ব্রিজের দু-মাথার রাস্তায় খাঁদ! দূর্ঘটনার আশংকা । । লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ব্রিজ সংলগ্ন রাস্তাটির দু- মাথার মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা ।
নাজিরপুর এলাকাটি বর্তমানে একটি জনবহুল ও ব্যস্ততম এলাকা । এখানকার লঞ্চ টার্মিনালে চরফ্যাশন ও লালমোহনের লঞ্চ ঘাট দেয়ার ফলে উপজেলার বিভিন্ন এলাকার শত শত লঞ্চ যাত্রী প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে । শুধু তাই নয় ইউনয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগে একমাত্র সড়ক এটি । প্রতিনিয়ত শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য ও বিভিন্ন পেশার কর্মজিবী হাজার হাজার জনগনের চলাচলের একমাত্র সড়ক ও এটি । প্রতিদিন সহস্রাধিক যানবাহন চলাচল করতে এ ঝুঁকিপুর্ণ সড়ক দিয়ে ।
অথচ এ ব্যস্ততম এলাকার ব্রিজের গোড়ার রাস্তার মাটি সরে গিয়ে যেন একটি মৃত্যুকুপে পরিণত হয়েছে ।
তার উপর গত কয়েক দিনের ভারী বর্ষণ হওয়ায় ব্রিজটি দিয়ে চলাচল এখন চরম ঝুঁকিতে পরিণত । যে কোন সময় বড় ধরনের দূর্ঘনার সম্ভাবনা রয়েছে ।
বিষয়টি যেন স্থানীয় জনপ্রতিধিদের চোখের অন্তরালেই থেকে যাচ্ছে । তাই এ সমস্যা সমাধানের জন্য ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য অলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির হস্তক্ষেপ কামনা করছেন উপজেলার দুর দুরান্ত থেকে আসা লঞ্চ যাত্রীসহ অত্র এলাকার ভুক্তভোগী জনগন।