শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » দুইশত এর বেশী ইয়াবা পাওয়া গেলে মৃত্যুদন্ড।।লালমোহন বিডিনিউজ
দুইশত এর বেশী ইয়াবা পাওয়া গেলে মৃত্যুদন্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ডেক্স: ইয়াবা আইন । নতুন আইনে কোনো ব্যক্তির কাছে দু’শত এর বেশি ইয়াবা পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ।
শুক্রবার দুপুরে শেরপুরের নকলায় টিআর, কাবিখা ও স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা দেশের অন্যতম প্রধান শত্রু। এরা দেশের যুবসমাজকে ধ্বংস করছে। তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর আইন প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে।
মতিয়া চৌধুরী আরো বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। একমাত্র কারিগরি ও প্রযুক্তিনির্ভর সুশিক্ষায় গড়ে ওঠা নাগরিকই সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবেন। তাই টিআর, কাবিখার টাকা যাতে অপচয় না হয়, সে জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয় করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী নকলা উপজেলার ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫৯০ জোড়া বেঞ্চ ও ১১১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১ বান্ডিল ঢেউটিনসহ ৩৭ লাখ ২২ হাজার ৫০০ টাকার অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ টি এম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, নকলার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।