বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » স্বামী উজ্জল পলাতক,তাই শাশুরী ও ননদ’ই দ্বিপ্তি’র আশ্রয়
স্বামী উজ্জল পলাতক,তাই শাশুরী ও ননদ’ই দ্বিপ্তি’র আশ্রয়
লালমোহন বিডিনিউজ: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বামী উজ্জলের বাসায় শাশুরী ও ননদের কাছে আশ্রয় মিলেছে দ্বিপ্তি’র ।
বুধবার বেলা ২.৩০টার সময় স্বামী ও অনাগত সন্তানের পিতৃ অধিকার ফিরে পাবার আশা নিয়ে লালমোহন বাজার চৌরাস্তা এলাকায় স্থানীয় জনসাধারণ ও বদরপুর ইউপি মেম্বার ওলিউল্লাহ’র উপস্থিতিতে মানববন্ধন পালন করে দ্বিপ্তি ।
মানববন্ধনে শশুর কালিপদের লোকজন বাঁধা ও দিয়েছিল। সকল বাঁধা ডিঙ্গিয়ে সে চলে যায় শশুর কালিপদের বাসায় ।
বাসায় ঢুকে স্বামীর দেখা না মিললে ও শাশুরী ও ননদ কে পেয়ে অনেকখানি আলোর ঝিলিক পেয়েছে দ্বিপ্তি।
এখন অপেক্ষা কখন স্বামী উজ্জল এসে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপন করে নেবে তাকে ।