
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » আগামীতে পদ্মা সেতু দিয়ে দক্ষিনাঞ্চল সফর করবেন প্রধানমন্ত্রী- উপমন্ত্রী জ্যাকব
আগামীতে পদ্মা সেতু দিয়ে দক্ষিনাঞ্চল সফর করবেন প্রধানমন্ত্রী- উপমন্ত্রী জ্যাকব
লালমোহন বিডিনিউজ,সিরাজ মাসুদ: বন ও পরিবেশ উপমন্ত্রী আলহাজ্ব আব্দুলাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আগামী নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী পতাকা উড়িয়ে ঐ পদ্মা সেতু দিয়ে দক্ষিনাঞ্চল সফর করবেন।
তিনি বৃহস্পতিবার বিকেলে চরফ্যাসন উপজেলা সেচ্ছাসেবক লীগ আয়োজিত ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে সেচ্ছাসেবক লীগ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের সভাপতিত্বে টাউন হল রুমে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।
জ্যাকব আরো বলেন, ২০১৯ সালের নির্বাচনের আগে আমি চরফ্যাসন উপজেলার প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলোতে আলোকিত করে দিব।
এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃঞ্চ দেবনাথ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ও হাজারীগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রভাষক আবুল বাশার, রসুরপুর ইউনিয়ন সভাপতি মাস্টার সাইদুর রহমান, উপজেলা স্চ্চোসেবক লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।