বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভূয়া সনদের মাধ্যমে চাকরি নেয়ার পায়তারা
লালমোহনে ভূয়া সনদের মাধ্যমে চাকরি নেয়ার পায়তারা
লালমোহন বিডিনিউজ: লালমোহনে ভূয়া সনদের মাধ্যমে উপজেলার উ: চর ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে চাকরি নেয়ার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বদরপুর ইউনিয়ন উত্তর চর ছকিনা সরকারি প্রা: বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ পেতে স্থানীয় ৬নং ওয়ার্ড রায়রাবাদ এলাকার মো: আবুল কাশেম হাং এর ছেলে মো: আরিফ তার যাবতীয় কাগজ পত্রাদি জমা দেন ।
কিন্তু একই এলাকার মো: ইসমাইল হাং এর ছেলে মো: সোহাগ টাকার বিনিময়ে একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্রয়কৃত সনদের মাধ্যমে বিদ্যালয়ের উক্ত পদের জন্য আবেদন করেন ।
এ ঘটনায় আরিফ লালমোহন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ।
অারিফ লিখিত অভিযোগে বলেন, সোহাগ আনুষ্ঠানিকভাবে জীবনে কখনো পড়ালেখা করেননি । কিন্তু টাকার বিনিময়ে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে একটি ভূয়া সনদ সংগ্রহ করেছেন ।
বিষয়টি তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য, জেলা প্রশাসক (ভোলা), বিভাগীয় দূর্নীতি দমন কমিশনার (বরিশাল), উপজেলা শিক্ষা অফিসার (লালমোহন) এর বরাবরে ও লিখিতভাবে অভিযোগ করেন মো: আরিফ ।