বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আদর্শ ও ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে-প্রধানমন্ত্রী
আদর্শ ও ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে-প্রধানমন্ত্রী
লালমোহন বিডিনিউজ ডেস্ক : মানুষের কল্যাণের জন্য যারা আত্মত্যাগের রাজনীতি করবে, তারাই মানুষের মনে ঠাঁই করে নিতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবক লীগের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, সততার কারণেই পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হয়েছে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের জনগণ উন্নয়নের ছোয়া পাচ্ছে। বিএনপি-জামায়াত জালাও পোড়াও না করলেও দেশ আরও এগিয়ে যেতো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, একটি আদর্শ ও ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে। জনগণের যারা ত্যাগ স্বীকার করতে পারে তারাই জনগণের সম্মান অর্জন করতে পারে। কী পেলাম আর কী পেলাম না সেটার হিসাব না করে, কী দিতে পারলাম সেটার হিসাব করতে হবে। তাই, ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে।