বুধবার, ২৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » বরিশাল | শিরোনাম | সর্বশেষ » জনগণকে সঙ্গে নিয়ে সহায়ক সরকারের দাবি আদায় করবে বিএনপি-বরিশালে মির্জা ফখরুল
জনগণকে সঙ্গে নিয়ে সহায়ক সরকারের দাবি আদায় করবে বিএনপি-বরিশালে মির্জা ফখরুল
লালমোহন বিডিনিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সহায়ক সরকারের দাবি আদায় করবে বিএনপি।
বুধবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর অধীনে যদি নির্বাচন সুষ্ঠু হতো তাহলে বিএনপি সহায়ক সরকারের দাবি করতো না। প্রধানমন্ত্রীর অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না, সেই দাবি অতীতে আওয়ামী লীগই করেছিল, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এখন সবাই চায় সহায়ক সরকারের অধীনে নির্বাচন। সরকার সমঝোতায় না আসলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করবে বিএনপি।
ফখরুল আরো বলেন, দেশকে বিরাজনীতির মাধ্যমে রাজনীতির বাইরে নিয়ে যাওয়ার জন্য সরকার উঠেপড়ে লেগেছে, এদের (আওয়ামী লীগ) চরিত্র দ্বিমুখী, তারা মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজ করে ভিন্ন । তারা তর্ক-বিতর্কে বিশ্বাস না করে পেশি শক্তিকে বিশ্বাস করে।