বুধবার, ২৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সংবিধান সংশোধনের সুযোগ নেই,শেখ হাসিনার অধীনেই সহায়ক সরকার:ওবায়দুল কাদের
সংবিধান সংশোধনের সুযোগ নেই,শেখ হাসিনার অধীনেই সহায়ক সরকার:ওবায়দুল কাদের
লালমোহন বিডিনিউজ:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সংশোধনের সুযোগ নেই, শেখ হাসিনার সরকারই হবে নির্বাচনকালীন সহায়ক সরকার।
বুধবার দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সহায়ক সরকারের দাবি মানার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি আসলে ভয় পায় এদেশের জনগণকে। নির্বাচনে হেরে যাবে ভেবে এখন নানাভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার খেলায় মেতে উঠেছে।