রবিবার, ১৭ মে ২০১৫
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » ছাত্রীর সঙ্গে নিজের ছবি সংযুক্ত করে ফেসবুকে দেয়ার অপরাদে ১ জন আটক
ছাত্রীর সঙ্গে নিজের ছবি সংযুক্ত করে ফেসবুকে দেয়ার অপরাদে ১ জন আটক
চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার সদর উপজেলা শহরের ঈদগাহ পাড়ার দশম শ্রেণীর এক ছাত্রীর ছবি ফেসবুকে নিজের ছবির সাথে সংযুক্ত করে প্রকাশ করায় রাজবাড়ি থেকে রাকিবুল হাসান সোহাগ (২০) নামে এইচ এস সি পরীক্ষার্থীকে আটক করেছে ডিবি পুলিশ। সে রাজবাড়ি জেলার সদর উপজেলার বেড়াভাঙ্গা গ্রামের মীর আশরাফ আলীর ছেলে। শনিবার দিবাগত রাত ৯ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বেড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে রাকিবুল হাসান সোহাগ কে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস আই ইব্রাহিম জানান, চুয়াডাঙ্গা শহরের ঈদগাহ পাড়ার দশম শ্রেণীর এক ছাত্রীর ছবি সম্প্রতি রাকিবুল হাসান নিজের ছবির সাথে সংযুক্ত করে ফেসবুকে প্রকাশ করে। এ ঘটনার পর ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করলে শনিবার রাতে তাকে আটক করা হয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।