বুধবার, ২৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » কর্তার সাথে অনৈতিক কাজে নারাজ, কাজের বুয়াকে বিতাড়িত!
কর্তার সাথে অনৈতিক কাজে নারাজ, কাজের বুয়াকে বিতাড়িত!
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: কাজের বুয়া’র সাথে অপকর্ম করতে না পারায় ক্ষুব্ধ হয়ে চাকুরিচ্যুত করার অভিযোগ উঠেছে ভোলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রশাসনিক কর্মকর্তা (এও) মঞ্জুর মোরশেদের বিরুদ্ধে ।
শুধু চাকুরি খেয়েই খ্যান্ত হননি এ কর্মকর্তা, বুয়ার জমানো টাকা ও কাপড় চোপড় সবকিছুই রেখে দিয়েছেন ।
এ ঘটনায় মঙ্গলবার ভোলা জেলা দায়রা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোজার ঈদের পর বুধবার রাতে মঞ্জুর মোরশেদ তার বাসার কাজের বুয়াকে নিজ শয়ন কক্ষে নিতে জোরপূর্বক টানা হেচড়া করেন।
ঐ রাতে কোনমতে ইজ্জত রক্ষা করে অফিসার পাড়ার ডরমেটরী কোয়ার্টার থেকে বেড়িয়ে আসেন বুয়া ।
ভূক্তভোগী আরো অভিযোগ করেন, এর আগে ও এই কর্মকর্তা বিভিন্ন প্রকার হুমকি ও মামলার ভয় দেখিয়ে তাকে বিভিন্নভাবে শারিরিক ও মানসিক হয়রানি করেছেন।
এ ব্যাপারে ভোলা কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর মোরশেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বুয়ার বিরুদ্ধে আমি ভোলা থানায় সাধারণ ডায়েরী করেছি। তার চলা চরিত্র ভালো না হওয়ায় আমি তাকে চাকুরী থেকে সরিয়ে দিয়েছি।
vs/ss