বুধবার, ২৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার ৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক।।লালমোহন বিডিনিউজ
ভোলার ৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা: ভোলায় ৮ কেজি গাঁজাসহ মোঃ মনির হোসেন (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। আটক মনির পিরজপুর জেলার নেছারাবাদ গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশের একটি দল ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এসময় একটি স্কুলব্যাগে থাকা ৮ কেজি গাঁজা সহ মনিরকে আটক করা হয়। মনির চট্রগাম থেকে মাদক এনে ভোলার উপর দিয়ে পিরজপুর পাচার করে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এঘটনায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।