রবিবার, ১৭ মে ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » টলিউড অভিনেতা রনি চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু
টলিউড অভিনেতা রনি চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু
বিনোদন ডেস্ক : পানিতে ডুবে মৃত্যু হলো টলিউড অভিনেতা রনি চক্রবর্তীর। তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। শুক্রবার রাতে বাড়ির সামনে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ছিলেন রনি চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল শুটিং থেকে সন্তোষপুর সার্ভে পার্কের বাড়িতে ফেরেন তিনি। এরপর প্রথমে জিমে যান রনি। সেখান থেকে ফিরে সন্ধ্যায় বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নামেন পুকুরে। বেশ কিছুক্ষণ পর রনির এক বন্ধু এসে বাসায় খবর দেয়, একসঙ্গে সাতার কাঁটতে নামলেও রনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাঁতার কাটতে কাটতে অনেকটা দূর চলে যায় রনি।
পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ এসে রাত ১টা ৩০ মিনিট নাগাদ ডুবুরি নামিয়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পুকুরের পাড় থেকে রনি চক্রবর্তীর মোবাইল ফোন ও বাইক উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, ওই পুকুরে নিয়মিত সাঁতার কাটতেন তিনি। সুতরাং, কীভাবে তার মৃত্যু হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারতে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রনি। বয়েই গেল, জল নূপুর, রাগে অনুরাগ, ওগো বধূ সুন্দরী সহ একাধিক সিরিয়ালের অভিনেতা ছিলেন তিনি। হাতে আরো কিছু কাজও ছিল। রনির এভাবে অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।