সোমবার, ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে নিখোঁজ ৪ জেলের সন্ধান এখনো মেলেনি
চরফ্যাশনে নিখোঁজ ৪ জেলের সন্ধান এখনো মেলেনি
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন চরফ্যাশন : চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরের অদুরে তিনচর নামক এলাকায় ঝড়ের কবলে জেলে ট্রলার ডুবির ঘটনায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ ৪ জেলের। সোমবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় নিখোজদের পরিবারের দেখা দিয়ে আতংক আর উৎকন্ঠা।নিখোঁজ জেলেরা হলেন মো :কামাল মাঝি (৫৭), মো: বাচ্ছু মাঝি (৪৩), মো: আকাশ (৩২) ও মো: সাইফুল (২৯)। এদের বাড়ি হাজারীগঞ্জ ও চর মাদ্রাস এলাকায়।
চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউপি সদস্য মো.সাজাহান জানান, ডুবে যাওয়া জেলে ট্রলারের মালিক কামাল মাঝি সম্পর্কে তার শ্যালক। তার বাড়ি হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। অপর তিন জনের বাড়ি চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকায়।রোববার ভোর রাতের দিকে ১৪/১৫জন মাঝি মাল্লাসহ ইলিশ শিকারে গিয়ে বঙ্গোপসাগরের তিনচর পৌছলে ঝড়ের কবলে পড়ে ঢেউয়ের তোপে ট্রলারটি ডুবে যায়।
এ সময় ১১জন নদীতে থাকা অন্যান্য জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হলেও এখনো ৪ জেলে নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে মাইনু্িদ্দন ঘাট থেকে হামিদ মাঝির মালিকানাধীন জেলে নৌকা নিয়ে তাদের উদ্ধারে গেলে সেটিও ডুবে যায়। পরে আশ পাশে থাকা অন্যান্য জেলে ট্রলারের সহায়তায় উদ্ধারে যাওয়া জেলে নৌকাসহ লোকজন তীরে আসতে সক্ষম হয়েছে।
দক্ষিন আইচা থানার অফিসার ইনচাজ (ওসি) হানিফ সিকদার এ তথ্য নিশ্চিহত করে বলেন, ট্রলার দুর্ঘটনাটি মনপুরার সিমানায় হয়েছে তবে এখন পর্যন্ত কারো সন্ধান পাওয়া যায়নি।
তবে মনপুরা থানার ওসি শাহিন মন্ডল বলেন, নিখোজ জেলেদের উদ্ধারে পুলিশ কাজ করছে।এদিকে নিখোঁজ পর ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ায় অনেকেই তাদের সলিল সমাধির আশংকা করছেন। অন্যদিকে সময় বাড়ার সাথে সাথে জেলে পরিবারে চরম উৎকন্ঠা দেখা দিয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারের দাবী জানিয়েছেন তারা।