সোমবার, ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,নবম শ্রেনীর ছাত্র গুরুতর জখম
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,নবম শ্রেনীর ছাত্র গুরুতর জখম
লালেমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা দেউলা ইউনিয়ন ১ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিপক্ষের হামলায় “গরিব মাঝি দাখিল মাদ্রসার” নবম শ্রেনীর ছাত্র তানভীর (১৬) গুরুতর জখম হয়।
এই সময় তার মা সাজেদা বেগম ছেলেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় ।
শনিবার বিকাল আনুমানিক সারে ৪ টার সময় ঢালী বাড়িতে এই ঘটনা ঘটে। একই বাড়ির সিরাজ ঢালী, আবুকালাম ও ছাফের মুল্লুক এ হামলা চালায় বলে অভিযোগ আহতের পরিবারের । আহত তানভীরকে স্থানীয় লোক উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে হামলাকারী আবুকালাম জানান, তানভীর আমাদের পুকুর ঘাটে বেড়া দিয়ে পথবদ্ধ করায় আমরা তাকে দুটি থাপ্পর দিয়েছি।
এই রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।