
শনিবার, ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » পরপারে পাড়ি দিলেন তজুমদ্দিন আ”লীগ সভাপতি ! এমপি শাওনের শোক
পরপারে পাড়ি দিলেন তজুমদ্দিন আ”লীগ সভাপতি ! এমপি শাওনের শোক
লালমোহন বিডিনিউজ: তজুমদ্দিনের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক তজুমদ্দিন উপজেলা আওয়মিলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাসেম তালুকদার ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি অ ইন্না ইলাইহির রাজিউন”
শনিবার সন্ধ্যায় তার নিজ বাসায় হৃদক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ তজুমদ্দিন লালমোহনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও তাঁর সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদউল্যাহ জসিম, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আলহাজ্ব এম এ কাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান।
লালমোহন বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান সম্পাদক মো: মিজানুর রহমান মিজান ।