শুক্রবার, ২১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে ভোলা পৌরসভার বাজেট ঘোষনা
আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে ভোলা পৌরসভার বাজেট ঘোষনা
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি: ভোলাকে পর্যটন নগরীতে রুপ দিতে ও ভোলা পৌরবাসীকে আধুনিক নাগরিক সুবিধা দেয়ার লক্ষ্যে ৩০৪ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৯৭৮ টাকার বাজেট ঘোষণা করেছে ভোলা পৌরসভা ।
বৃহস্পতিবার রাতে পৌরসভা হল রুমে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির ২০১৭-২০১৮ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল হালিম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা আ’লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মোফাজ্জেল হোসেন শাহীন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, পিপি এড্যাভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, এড্যাভোকেট নজরুল হক অনু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম সহ পৌরসভার কাউন্সিলরগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উপস্থিত ছিলেন, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ ।
বাজেটে রাজস্ব আয় ধার্য করা আছে ১৯ কোটি ৬১ লাখ ৫ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ২৮৪ কোটি ১৫ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি ১৬ লাখ টাকা।
বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মনিরুজ্জামান মনির নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করেন।
vs/ss