বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের মেঘনায ট্রলার ডুবি, ২জেলে নিহত
লালমোহনের মেঘনায ট্রলার ডুবি, ২জেলে নিহত
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে দুই জেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিকে মেঘনার বেতুয়া স্লুইজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের মো: হোসেনের ছেলে কবির (২৫) ও মো: ফয়েজউল্যার ছেলে রাসেল (১৮)।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতের দিকে স্থানীয় আবদুর রবের একটি ট্রলার নিয়ে ১৪ জন জেলে মেঘনায় মাছ শিকার করছিলো। হঠাৎ করেই আকস্মিক ঝড়ে তাদের ট্রলারটি ডুবে যায় । ট্রলারে থাকা অন্য জেলেরা উদ্ধার হলেও কবির ও রাসেল নামের দুই জেলে নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগীতায় সকাল ১১ টার দিকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়।
ঝড়ের কবলে পরে ট্রলার ডুবিতে নিহত জেলে পরিবার শোকার ছাঁয়া নেমে আসে।
vs/ss