বুধবার, ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আমরা ৪৭,০০০ গ্রাহক কে বিদ্যূৎ পৌছে দিয়েছি, লালমোহনে এমপি শাওন
আমরা ৪৭,০০০ গ্রাহক কে বিদ্যূৎ পৌছে দিয়েছি, লালমোহনে এমপি শাওন
লালমোহন বিডিনিউজ,সালাম সেন্টু : ২০০৮ সালের সাড়ে ছয় হাজার বিদ্যূৎ গ্রাহকের পর আমি দুইবারে বর্তমানে সাত চল্লিশ হাজার গ্রাহকের মাঝে বিদ্যূৎ পৌছে দিয়েছি । বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় আালহাজ্ব নুরুন্নবী চৌধূরী শাওন এমপি একথা বলেন ।
বুধবার সকালে তিনি হেলিকপ্টারযোগে লালমোহনে আসার পর তাঁর বাসায় স্থানীয় নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আগামী ২২জুলাই পর্যন্ত লালমোহনে অবস্থান করবো । আমরা ইউনিয়ন পর্যায় থেকে আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু এবং এলাকার যাবতীয় উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করবো ।
পরবর্তীতে বুধবার দুপুরে লালমোহন ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন তিনি ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার শামসূল আরিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।