
বুধবার, ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় | বরিশাল | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু’র ছবি বিকৃতি ! কারাগারে বরগুনার ইউএনও
বঙ্গবন্ধু’র ছবি বিকৃতি ! কারাগারে বরগুনার ইউএনও
লালমোহন বিডিনিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিমন্ত্রণপত্রে বিকৃত করে ছাপানোর দায়ে বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক সালমানকে কারাগারে পাঠিয়েছেন বরিশালের আদালত।
বুধবার দুপুরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমান এর আগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সেখান থেকে বদলী হয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
আগৈলঝাড়া উপজেলায় কর্মরত থাকাকালীন বঙ্গবন্ধুর ছবি অবমাননার দায়ে তারিক সালমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বরিশালের আইনজীবী সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু।
ak