মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আগামীকাল লালমোহন আসছেন এমপি শাওন
আগামীকাল লালমোহন আসছেন এমপি শাওন
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু: ভোলা ৩ লালমোহন তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি আগামীকাল তাঁর নিজ নির্বাচনী এলাকা লালমোহনে আসছেন ।
স্থানীয় নেতৃত্বকে সূ-সংগঠিত ও এলাকার উন্নয়নে যাবতীয় কর্মকান্ডের খোঁজ খবর নেয়ার জন্য তিনি সূযোগ পেলেই ছুটে আসেন নিজ নির্বাচনী এলাকায় ।
এমপি শাওনের আগমন উপলক্ষে স্থানীয় নেতৃবৃন্দের মাঝে আনন্দ বিরাজ করছে ।
শাওন এলাকায় আসা মানেই উন্নয়নের সূ-সংবাদ পায় এলাকাবাসী, তাই আনন্দ ভাগাভাগীতে পিছিয়ে নেই তারা ও ।
আগামীকাল সকালে হেলিকপ্টারযোগে লালমোহনে আসার কথা রয়েছে তাঁর ।