মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা মৎস্য বিভাগের সাংবাদিক সম্মেলন ভোলায় ইলিশের উৎপাদন বৃদ্ধি
ভোলা মৎস্য বিভাগের সাংবাদিক সম্মেলন ভোলায় ইলিশের উৎপাদন বৃদ্ধি
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলায় ইলিশের উৎপাদন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ২০১৫-১৬ অর্থ বছরে ভোলা ইলিশের উৎপাদন ছিলো ৯৮ হাজার ৫০৪ মেট্রিক টন। আর এক বছর পর ২০১৬-১৭ অর্থ বছরের ইলিশের উৎপাদন দাড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৭ শত ৩৯ মেট্রিক টন । যা দেশের ইলিশের চাহিদার প্রায় ৩০ ভাগ ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে আহরন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ভোলা মৎস্য বিভাগ সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিক সম্মেলনে আরো বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলায় ৭ দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে,র্যালী,আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করা,প্রামান্য চিত্র প্রদর্শন,পুরুস্কার বিতরনসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মকর্তারা বলেন,ইলিশ ছাড়াও ভোলায় ২০১৬-১৭ অর্থ বছরে নদী,নদী খাল,পুকুর,খামারে ১ লক্ষ ৯৪ হাজার ৮০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।