মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুই জুয়ারী আটক ! জেল ও জরিমানা
লালমোহনে দুই জুয়ারী আটক ! জেল ও জরিমানা
লালমোহন বিডিনিউজ: লালমোহনে নিজাম (২৬) ও শফি আলম (২৪) নামরে দুই জুয়ারী কে আটক করেছে লালমোহন থানা পুলিশ ।
জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামের মো: রুস্তম আলীর ছেলে শফি আলম তার বাসায় দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর বসাত । এলাকার যুবকরা এ নেশায় মত্ত ছিল । শফি আলমের ঘরে পুলিশ হানা দিতে হলে নৌকা দিয়ে পাড়ি দিতে হয় । এ সূযোগ কে কাজে লাগিয়ে শফি নিয়মিত জুয়ার বোর্ড বসাত ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত অানুমানিক ১২টার দিকে শফি আলমের ঘরে হাণা দিয়ে শফি আলম ও একই এলাকার শাহ আলম মিঝি’র ছেলে মিজাম কে আটক করতে সক্ষম হয় ।
মঙ্গলবার সকালে তাদের কে উপজেলা নির্বাহী অফিসার শামসূল আরিফ এর পরিচালনায় মোবাইল কোর্টে হাজির করলে জুয়ার বোর্ড চালানোর অপরাধে জুয়া আইনের ৩ ধারা মতে শফি আলম কে ১ মাসের জেল ও জুয়া খেলার অপরাধে নিজাম কে ৩০০টাকা জরিমানা করা হয় ।