সোমবার, ১৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জেলে উন্নয়নে ও জীববৈচিত্র রক্ষায় সহ-ব্যবস্থাপণা কমিটি গঠন
ভোলায় জেলে উন্নয়নে ও জীববৈচিত্র রক্ষায় সহ-ব্যবস্থাপণা কমিটি গঠন
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : মা-ইলিশের নিরাপদে ডিম ছাড়া ও জাটকা বড় হওয়ার পরিবেশ সৃষ্টি ও মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে ভোলার সদর উপজেলার মাছঘাটে, ওয়ার্ডে ও ইউনিয়নে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন হচ্ছে। সরকারের পাশাপাশি ইলিশ, জেলে উন্নয়নে ওই কমিটি কাজ করবে। সোমবার বেলা ১২টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ(ইউপি) মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এনহ্যান্স কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ -বাংলাদেশ) প্রকল্পের আওতায় এ সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন হচ্ছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তর, ওর্য়াল্ডফিস ও কোস্টট্রাস্ট যৌথভাবে ইলিশ ও জেলে উন্নয়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে। আয়োজক সূত্র জানায়, কমিটি গঠন অনুষ্ঠানে ইউপি চেয়রেম্যান জসিমউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, ইকোফিস প্রকল্পের সহকারী গবেষক ইফতেখারুল ইসলাম, ব্যবস্থাপক সোহেল মাহমুদ প্রমূখ। বক্তারা উপস্থিত শতাধিক জেলে, মৎস্যবেপারী, আড়তদার, সুশিল সমাজের ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সাগর থেকে উঠে আসা মা ইলিশকে নদীতে ডিম ছাড়তে দিতে হবে। ডিম থেকে ফোটা জাটকা ইলিশকে বড় ইলিশে পরিণত করার সময়-সুযোগ দিতে হবে। তবে উপকূলীয় অঞ্চলের জেলেরা বড় ইলিশ ধরে ভালো থাকতে পারবে। নদী-সাগরের জীববৈচিত্র রক্ষা হবে। তবেই এই প্রাকৃতিক ইলিশ জিডিপিতে ভুমিকা রাখবে, বাংলাদেশ হবে সম্পদশালী।
বক্তারা আরও বলেন, বেকার সময়ে জেলেদের জন্য বরাদ্দ করা খাদ্যশষ্য ও অনুদান প্রকৃত জেলেদের হাতে পৌছে দিতে হবে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের প্রশিক্ষণ ও মাছ ধরা নৌকাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে।