শনিবার, ১৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ৯১,ব্যাচ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় পুনঃমিলনীর আলোচনাসভা হয়েছে
৯১,ব্যাচ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় পুনঃমিলনীর আলোচনাসভা হয়েছে
লালমোহন বিডিনিউজ: ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯১, ব্যাচের সকল বন্দুদের একএিত করনের লক্ষ্যে পুনঃমিলনীর প্রস্ততি নিয়ে গত ১৪/০৭/২০১৭ ইং রোজ শুএবার সন্ধ্যা ৭ টায় ভোলা সদর রোডস্থ জাহাঙ্গির প্লাজার ৩য় তলা হোটেল জেড ইন্টাঃ এর কনফারেন্স রুমে আলোচনাসভা হয়েছে। আলোচনা সভায় ১২৩ বন্ধুর তালিকা পাওয়া গেছে। তারমধ্যে ৯০জনের সাথে যোগাযোগ হয়েছে। যাদের সাথে এখন ও যোগাযোগ হয়নি তারা নিচের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আলোচনা সভায় পুনঃমিলনী পরিচালনার জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নুরে আলম ফয়েজুল্লাহ, মোঃ জাহিদুর রহমান, ইদ্রিস রহমান ,গোলাম ছরোয়ার (নয়ন), মেহেদিমাসুদ খান (মুকু), সোহাগ, হারুন আর রশিদ(স্বপন), আবুল হোসেন পলাশ, কামরুল ইসলাম, মহিদুল ইসলাম(খাজা), আঃ জলিল(সোহেল), জাহাঙ্গীর, মাইনুদ্দিন, রুহুল আমিন, আঃ হালিম, উৎপল, কবির, প্রবীর প্রমুখ।
অফিস জাহঙ্গীর প্লাজা, ৩য় তালা,সদর রোড ভোলা। মোবাইল নং- ০১৭১১-২০৩৪৯৬, ০১৭১৬-২৪৭৩১১, ০১৭৮৩-৯৪৬৪০৭, ০১৭১১-৩৮৬১৭৪।