শনিবার, ১৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে লিমা হত্যার আসামী চানাচুর কামাল গ্রেফতার
লালমোহনে লিমা হত্যার আসামী চানাচুর কামাল গ্রেফতার
লালমোহন বিডিনিউজ: লালমোহনে আলোচিত লিমা হত্যার আসামী চানাচুর কামাল কে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ । শনিবার সকাল ৮টার সময় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান লালমোহন থানার এস আই কে এম আ: হক ।
উল্লেখ যে,গত ১৮ জুন সকালে উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রাম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লিমার লাশ উদ্ধার করে পুলিশ । প্রায় দেড় বছর আগে কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরছকিনা গ্রামের মফিজল ইসলামের মেয়ে লিমা একই এলাকার চানাচুর কামালের ছেলে শাহীনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহীন লিমাকে যৌতুকের জন্য নির্যাতন চালাত বলে অভিযোগ তার পরিবারের। ১৮জুন ৭টার দিকে লিমার বড় বোন সীমা এসে ঘরের ভেতর পরে থাকা লিমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে লিমার লাশ উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় নিহত লিমার বড় বোন সীমা বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেছিলেন । মামলা নং-১৩ । মামলায় নিহত লিমার স্বামীসহ ৪ জনকে আসামি করা হয়েছিল। চানাচুর কামাল এ মামলার ২নং আসামী ।