শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বাউন্ডারির ভিত্তিপ্রস্তর স্থাপন
বোরহানউদ্দিনে শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বাউন্ডারির ভিত্তিপ্রস্তর স্থাপন
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজারে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সীমানা প্রাচিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের সীমানা প্রাচিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে মন্দির প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি মিল্টন দাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, ভোলা জেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাষ নন্দি, সদস্য সচিব দ্রুব হালদার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের নির্বাহী সদস্য শিবু কর্মকার, বোরহানউদ্দিন ক্রীড়া সংস্থার সহসম্পাদক আনোয়ার হোসেন, ঐক্য পরিষদ নেতা দুলাল দেবনাথ, অনীল দাস, রতন দেবনাথ, গৌতম সিংহ, মৃণাল কান্তি দাস, নারায়ণ দাস, বিরেন নন্দি, রামানন্দ দত্ত রামু, শ্রিবাস দাস, সুজন কর্মকার, লক্ষ্মণ দাস, প্রবাল দে প্রমূখ।