শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার সহকারি কর কমিশনারের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলার সহকারি কর কমিশনারের ঝুলন্ত লাশ উদ্ধার
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলার সহকারি কর কমিশনার শাহিনুর রশিদ জিমি এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিনুর রশিদ জিমি খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর খায়রুল কবির জানান, তিনি ভোলা শহরের গাজিপুর রোডের সরকারি কোয়ার্টারে তার পরিবার নিয়ে থাকতেন। বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে পারিবারিক কলহের জন্য তিনি আত্বহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ তদন্ত করছে।