বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » ধর্ম-কর্ম | শিরোনাম | সর্বশেষ » বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা
বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা
লালমোহন বিডিনিউজ ,হাতেম যশোর : যশোরে পারিবারিক বিরোধের জের ধরে বাবাকে হত্যার পর ছেলে আত্মহত্যা করেছে। ছেলে নাম সোহাগ সরদার (২৮)।
বৃহস্পতিবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোহাগ ওই গ্রামের রুস্তম আলী সরদারের (৫৫) ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, রুস্তম আলী সরদারের ছোট ছেলে সোহেল নিজের পছন্দে কয়েকদিন আগে বিয়ে করেন। এনিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বুধবার রুস্তম আলী সোহেলের বিয়ে মেনে নিয়ে ছেলে ও বউকে বাড়িতে তোলেন। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে বাড়িতে গোলযোগের সূচনা হয়। একপর্যায়ে সোহাগ সরদার তার বাবা রুস্তম আলীকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে বাবার মৃত্যুর পর এ খবর পেয়ে ভেঙে পড়েন ছেলে সোহাগ। একপর্যায়ে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পারিবারিক বিরোধের জের ধরে কোদাল দিয়ে কুপিয়ে জখম করার পর পিতার মৃত্যুর খবর পেয়ে ছেলে আত্মহত্যা করেছে।