বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলা শ্রমীকলীগ সভাপতি বাস চাপায় আহত
লালমোহন উপজেলা শ্রমীকলীগ সভাপতি বাস চাপায় আহত
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলা শ্রমীকলীগ সভাপতি বাসের চাপায় গুরুতর আহত হয়েছেন । বুধবার সকাল ১১ টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে । এ সময় উপস্থিত হোন্ডা ও অটো রিক্সার শ্রমীকরা বাসের ড্রাইবার মামুনকে চর থাপ্পর মারে পরে জাকির পঞ্চায়েত ড্রাইবারকে থানায় দেয় । আহত জাকির পঞ্চায়েতকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
যানাযায় ফরাজীর দোকান এলাকায় বাস একটি অটো রিক্সাকে ধাক্কা দিয়ে যাত্রীসহ কয়েক জনকে আহত করে । খবর পেয়ে শ্রমীকলীগ সভাপতি লালমোহন চৌরাস্তার মোড়ে এসে বাসকে থামাতে চাইলে বাস চালক মামুন তার কথা না শুনে এলো পাথারী চালাতে থাকে, এতে সে গুরুতর আহত হয় ।