মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন বিডি নিউজে সংবাদ প্রকাশের ফলে নিয়ম মেনেই গম বিতরণ ফরাজগঞ্জ ইউপি পরিষদে
লালমোহন বিডি নিউজে সংবাদ প্রকাশের ফলে নিয়ম মেনেই গম বিতরণ ফরাজগঞ্জ ইউপি পরিষদে
লালমোহন বিডিনিউজ: লালমোহনে এমপি শাওনের নির্দেশ উপেক্ষা করে উপজেলার বদরপুর ও লালমোহন ইউনিয়নে ভিজিএফের গম বিতরণের নামে হরিলুট নামক সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সকালে উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউপি পরিষদে গম বিতরণ করা হয় । সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিজিএফের গম নিয়ম মেনেই সুবিধাভোগীদের মাঝে বিতরণ করতে হবে । আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র এমন আদেশ কে মেনে কোন রকম অনিয়ম ছাড়াই ভিজিএফ ভোক্তাদের মাঝে গম বিতরণ করে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ ।কোন অভিযোগ ছাড়াই অনেকটা সঠিক মাপে গম পেয়ে হাসিমূখে বাড়ি ফিরলেন ভোক্তারা ।
এ ব্যাপারে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুন্নবী বলেন, আমরা এমপি সাহেবের আদেশ ও ভিজিএফের নিয়ম মেনেই গম বিতরণ করছি । ইউনিয়নের ১৮৫০জন ভিজিএফ কার্ডধারীকে গম দেওয়া হবে। সকলেই তাদের ন্যায্য পাওনা পাবে ।