সোমবার, ১০ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে শিক্ষকের অপকর্মের প্রতিবাদে ছাত্রীদের মানববন্ধন
তজুমদ্দিনে শিক্ষকের অপকর্মের প্রতিবাদে ছাত্রীদের মানববন্ধন
লালমোহন বিডিনিউজ,তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিনে ফজিলতুন্নেছা সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর এনায়েত হোসেন কতৃক ছাত্রীদের কে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও যৌন হয়রানির স্বীকার হতে হয়েছে।
বিগত দিনে ও এ শিক্ষক বালিকা বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের সাথে খারাপ কার্যের অভিযোগে এলাকার মানুষের কাছে হাতেনাতে ধরা পরার অভিযোগ রয়েছে । তখন তার উপযুক্ত কোনো বিচার হয়নি বলে থেমে নেই তার অপকর্ম । অভিযোগ রয়েছে, তজুমদ্দিনের এক শ্রেনীর নীতিনির্ধারক অসাধু মানুষদের কে ম্যানেজ করে সে অপরাধ থেকে সহজেই মুক্তি পেয়ে যেত।
যার কারনে এ শিক্ষক অতি উৎসাহের সহিত ছাত্রীদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে যৌন হয়রানি মূলক আচরন করে আসছে।
অবশেষে নিরুপায় হয়ে বিদ্যালয়ের ছাত্রীদের কে মাঠে নেমে পড়তে হলো । তারা এ শিক্ষকের এমন অপকর্মের প্রতিবাদে ৯ই জুলাই রবিবার মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার সহ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরন করেন।
অভিযোগে বলা হয়,শিক্ষক মীর এনায়েত হোসেন বিভিন্ন সময় নানা অজুহাতে ছাত্রীদের গায়ে হাত দেয়া, অশ্লিল ছবি দেখানো, প্রেমের প্রস্তাব নচেৎ পরীক্ষায় ফেল করানোর হুমকি সহ আরো অনেক অপকর্মের বিষয় তুলে ধরা হয় ।
যাদের কাছ থেকে সূ-শিক্ষা নিয়ে শিক্ষিত হবে জাতি আর তাদেরই যদি এমন কূ-কির্তী থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাড়াবে ? এমন প্রশ্ন মনে নিয়ে শংকায় রয়েছেন অভিভাবকগন ।
তাদের মতে শিক্ষক এনায়েতের এরকম ঘৃন্য কর্মকান্ডের জন্য উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কে ও জবাবদিহি করতে হবে।
মীর এনায়েতের ধারাবাহিক অপকর্মের জন্য কেন তার উপর আগে থেকেই ব্যবস্থা গ্রহন করা হলো না । আজ কেন আমাদের মেয়েকে রাস্তায় নামতে হলো ? এর দ্বায়ভার কি প্রধান শিক্ষক এড়াতে পারবেন ?