লালমোহন সদর হাসপাতালে রোগী ভোগান্তি
লালমোহন বিডিনিউজ : লালমোহন সদর হাসপাতালে রোগী ভোগান্তির ব্যাপাক অভিযোগ পাওয়া গেছে
অভিযোগ সূত্রে জানা যায়, লালমোহন সদর হাসপাতালে কোন রোগী আসলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকগন রোগী কে ভাল করে না দেখেই ভোলা সদর হাসপাতালে প্রেরন করে যেন দ্বায়সারা হন ।
হাসপাতাল কতৃপক্ষের এমন কর্মকান্ডে ভূক্তভোগী বজলু মিয়া বলেন, আমার মেয়ে ফাইজা (১৮মাস) গত শনিবার সকালে বাড়ির পার্শ্বের পুকুরে পরে গেলে আমরা তাকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নিয়ে যাই ।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা রোগী কে ভাল করে না দেখেই একটি স্লিপ লিখে দিয়ে বলেন, এ রোগী এখানে চিকিৎসা হবেনা ওকে ভোলা সদর হাসপাতাল নিয়ে যান ।
দিনমজুর বজলু মিয়া আরো বলেন, তাদের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল । আমি একজন দিনমজুর । আমার মেয়েকে ভোলা নেয়ার মত সাধ্য আমার নাই ।
পরবর্তীতে লালমোহন হাসপাতালের সামনে আমাকে কাঁদতে দেখে একজন পথচারী আমাকে ঘটনা জিজ্ঞাসা করে লালমোহন উপজেলার কালমা কমিউনিটি ক্লিনিকের একজন ডাক্তারের ঠিকানা দেয় ।
আমরা দ্রুত সেখানে চলে যাই । সেখানকার কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম আমাদের স্লিপটি দেখে যেন হতবাক হয়ে যান । তিনি দ্রুত আমার মেয়েকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন ।
এমন অভিযোগে লালমোহন হাসপাতালের টি এস ডা: সন্তোস কুমার বলেন রোগী ভোলা যাবার পথেই ভালো হয়ে যেতে পারে ।
ভোলা সিভিল সার্জন ডা: রথিন্দ্রনাথ রায় বলেন রোগী পথি মধ্যে ভালো হয়ে যেতে পারে তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখবো ।