
রবিবার, ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে আনসার ভিডিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে আনসার ভিডিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন থেকে : ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পূর্ন করার লক্ষে আনসার ভিডিপি প্রশাসন কে ঢেলে সাজিয়ে সুদক্ষ ভাবে গড়ে তোলার জন্য ভোলার তজুমদ্দিনে ৮ই জুলাই শনিবার বেলা ১২ ঘটিকার সময় তজুমদ্দিনের আনসার ভিডিপি’র কর্মকর্তা, প্রশিক্ষক, কোম্পানি কমান্ডার ইউনিয়ন দল নেতা, দল নেত্রী, আনসার ভিডিপি’র সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় সভা করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত আনসার ভিডিপি’র উপ পরিচালক জনাব জানে আলম সুফিয়ান পিএএম।
উক্ত সভায় তজুমদ্দিনের আনসার ভিডিপির প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট জনাব জানে আলম সুফিয়ান।
এ সময় প্রধান অতিথি বলেন, ডিজিটাল তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে ভোলার আনসার ভিডিপি কে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এ বাহিনীর স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এ ধারাকে অব্যাহত রাখতে ভোলা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা প্রতিরোধে এবং জনগণের জান মালের নিরাপত্তায় ভোলার আনসার ও ভিডিপি সদস্যরা ‘বিরাট’ ভূমিকা পালন করে সর্ব মহলে ব্যাপক প্রশংসা অর্জন করে। আসন্ন ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আমাদের কে কঠোর ভাবে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের শিল্প কারখানা, সমুদ্রবন্দর, বিমানবন্দর, কূটনৈতিক পাড়া, ব্যাবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় আনসার সদস্যদের সক্রিয় দায়িত্ব পালনে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘গুরুত্বপূর্ণ অংশীদার’।
আরো উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি ভোলা জেলা অফিস সহকারী মোঃ নাজমুল হক, তজুমদ্দিন কোম্পানি কমান্ডার মোঃ আনসারুল হক, সোনাপুর ইউনিয়ন দলপতি মোঃ আওলাদ হোসেন, মলংচড়া ইউনিয়ন দলপতি মোঃ হারুন, চাঁদপুর ইউনিয়ন দলনেত্রী অনিচ্ছা রাণী সরকার, শম্ভুপুর ইউনিয়ন দলনেত্রী প্রতিমা রাণী, চাঁচড়া ইউনিয়ন দলনেত্রী, সোনালি ব্যাংক ও উত্তরা ব্যাংকে কর্মরত আনসার সদস্য সহ আনসার ভিডিপি’র সাথে সম্পৃক্ত অন্যান্য সদস্যবৃন্দ ।
আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক পাচারের বিরুদ্ধে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে আনসার ভিডিপি। সর্ববৃহৎ ও সুশৃঙ্খল এ বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রয়োজনে সর্বদা একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে আনসার ভিডিপি। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আনসার ভিডিপি’র জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন কিন্তু তজুমদ্দিনের আনসার ভিডিপি’র সদস্যরা কোন স্থানীয় কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। তাদের কে তজুমদ্দিনের রাজনৈতিক স্তর থেকে প্রতিটি স্তরে সর্বদা অবহেলার শিকার হতে হয়। আনসার-ভিডিপি’র সদস্যদের যাতে কোথাও কারো কাছে অবহেলিত না হতে হয় এবং তাদের প্রাপ্য সকল সুযোগ সুবিধার আওতায় যাতে আনা হয় সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
মতবিনিময় সভা শেষে জেলা কমান্ড্যান্ট জনাব জানে আলম সুফিয়ান উপ পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানায় তজুমদ্দিনের সকল স্তরের সদস্যবৃন্দ।