শনিবার, ৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার : বাণিজ্যমন্ত্রী
দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার : বাণিজ্যমন্ত্রী
লালমোহন বিডিনিউজ, সোহেল ঢাকা : দেশের উন্নয়নে রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতা দরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার বেলা ১২ টার বনানীতে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী একাদশ নির্বাচনের সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই থাকবে। এসময় সরকার অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচনে আসতেই হবে। আর সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই।
তিবি বলেন, দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতা দরকার।