লালমোহনে সড়ক দূর্ঘটনা
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি দোকান এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটেছে বলে জানা ।
শনিবার সকাল ১১ টায় মা পরিবহন নামে একটি দ্রুতগামী ট্রাক ফরাজির দোকান এলাকায় স-মিল রাখা গাছের সাথে ধাক্কা লাগে ।
এতে ট্রাকের ড্রাইভার গুরুত্বর আহত হয় ।
যানা যায়, দ্রুতগামী ট্রাকটি চরফ্যাসন থেকে ভোলা যাবার পথে গাছের সাথে ধাক্কা লাগে । এতে ট্রাকের ড্রাইভার ভিতরে আটকে পরেন । পরবর্তীতে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর ড্রাইভারকে উদ্বার করে লালমোহন উপজেলা হাসপাতালে ভর্তি করে ।
স্থানীয় ও চালকদের অভিযোগ, ফরাজী বাজার এলাকায় দুটি স-মিল রয়েছে । প্রধান সড়ক ও বাজার এলাকায় স-মিল থাকার ফলে মিলের গাছগুলো রাস্তার উপর এলোমেলো ভাবে পরে থাকে । ফলে বিভিন্ন সময় যানজট ও অঘটনের সূত্রপাত হয় ।