শুক্রবার, ১৫ মে ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় ডায়রিয়া, বিচ্ছিন্ন চরে শোচনীয় অবস্থা
মনপুরায় ডায়রিয়া, বিচ্ছিন্ন চরে শোচনীয় অবস্থা
মনপুরা সংবাদদাতা : তীব্র গরম ও অনাবৃষ্টিতে দ্বীপ উপজেলা মনপুরা জুড়ে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
মনপুরা থেকে বিচ্ছিন্ন কলাতলী চর, ঢালচর, চরনিজামে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে। এই সমস্ত চরে ডায়রিয়ার অবস্থা আরো শোচনীয় বলে মুঠোফোনে চরে বসবাসরত স্থানীয় ফার্মেসীর মালিক মামুন ডাক্তার জানান। মূল-ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চরগুলো যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে পারছেনা চরবাসী। স্থানীয় চরবাসীর ভরসা ফার্মেসী ও কবিরাজ।
সরেজমিনে মনপুরা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতাল জুড়ে ভর্তি রয়েছে ডায়রিয়া আক্রান্ত শিশু সহ বয়স্ক রোগীরা। প্রতিদিনই গড়ে ৪০-৫০ জন রোগী চিকিৎসা নেয়। এদের মধ্যে যাদের অবস্থা খারাপ হয় তারাই ভর্তি হচ্ছে হাসপাতালে। অন্যরা বর্হিবিভাগে চিকিৎসা নিয়ে ফিরছেন বাড়িতে। এছাড়া হাসপাতালে ভর্তিকৃত রোগী রহিম, আলিফ, ফাতেমা, আমেনা, রাবিব, কুলসুমের অভিভাবক হাসপাতাল ব্যবস্থাপনা, ঔষধ ও সেবা নিয়ে অভিযোগ করেছেন।
তবে হাসপাতালের স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ গওজ নেওয়াজ অভিযোগ অস্বীকার করে বলেন, ডায়রিয়ার সকল ঔষধ মজুদ রয়েছে। লোকবল সংকট থাকার পরও তারা সাধ্যমত চেষ্ঠা করছেন সেবা দিতে।
এছাড়াও হাসপাতাল কর্মকর্তা বিচ্ছিন্ন চরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ব্যাপারে বলেন, মনপুরা থেকে বিচ্ছিন্ন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় চরে মেডিকেল টিম পাঠানো সম্ভব হচ্ছে না। তারপর চরে বসবাসরত কিছু সংখ্যক লোককে ট্রেনিং দেওয়া হয়েছে ও প্রযোজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে।
১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার জানান, চরে এ সময় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। স্বাস্থ্য মন্ত্রণালয় চরবাসীর কথা চিন্তা করে বিশেষ বরাদ্ধের মাধ্যমে মেডিকেল টিম গঠন করে নজর দেয়।