শুক্রবার, ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় অগ্রণী ব্যাংকের বিদায় ও বরণ অনুষ্ঠান
ভোলায় অগ্রণী ব্যাংকের বিদায় ও বরণ অনুষ্ঠান
লালমোহন বিডিনিউজ , ভোলা : ভোলায় অগ্রণী ব্যাংক লিমিটেড ভোলা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আশুতোষ চন্দ্র শিকদারের বিদায় ও নবাগত সহকারী মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ভোলা শাখার ব্যবস্থাপক পঙ্কজ কুমার নাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল অফিসার নির্মল চন্দ্র দেবনাথ, কালিনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, ভোলা ওয়াপদা শাখা ব্যবস্থাপক ফরিদ আহমেদ, দৌলতখান শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, বোরহানউদ্দিন শাখা ব্যবস্থাপক এএসএম ফরিদ উদ্দিন।
আঞ্চলিক অফিসের সিনিয়র অফিসার মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাবাজার শাখা ব্যবস্থাপক তানভিরুল আলম, খায়েরহাট শাখা ব্যবস্থাপক খায়রুল বাসার, লালামোহন শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, চরফ্যাশন শাখা ব্যবস্থাপক গনেশ চন্দ্র দেবনাথ, শশীভূষণ শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম ও সিবিএ নেতা শ্যাম সুন্দর দে।