শুক্রবার, ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সূবিধা বঞ্চিত লালমোহন চরভূতা ইউনিয়ন । দীর্ঘ যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি যেখানে - (পর্ব -১)
সূবিধা বঞ্চিত লালমোহন চরভূতা ইউনিয়ন । দীর্ঘ যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি যেখানে - (পর্ব -১)
লালমোহন বিডিনিউজ: ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত লালমোহন উপজেলা ।
এ উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে একটি ২নং চরভূতা ইউনিয়ন । এ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ৯নং ওয়ার্ড ষাট দরুন জনতাবাজার এলাকা । যেখানে প্রায় ৭ সহস্রাধীক লোকের বসবাস ।
এ এলাকার মানুষগুলো উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য ২টি রাস্তা রয়েছে । আর এ দুটি রাস্তাই চলাচলের অনুপোযোগী । এলাকাবাসীর কাছে জানা যায়, দীর্ঘ যুগে ও এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি ।
এলাকার শিশুদের পড়ালেখা করার জন্য স্কুল মাদ্রাসা থাকলেও এসব কোমলমতি শিশুরা বিদ্যাপিটে পৌছানোর জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক । এ এলাকার বাসিন্দা মো: ইয়াছিন বলেন, এখানে স্বাস্থ্য সেবার কোন ব্যবস্থা নেই । একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে তাও আবার তালপাতার হাট এলাকায় । সেখানে পৌছানোর যোগাযোগ ব্যবস্থা ও নাজুক । তাই স্বাস্থ্য সেবা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ালেখা, ব্যবসায়ীক কাজসহ বিভিন্ন কাজের জন্য উপজেলা সদরে আসতে হলে খুবই ভোগান্তি পোহাতে হয় । সড়ক যোগাযোগ নাজুক থাকার ফলে কোন ধরনের যানবাহনের যোগাযোগ নেই এখানে । খরার মৌসুমে এখানকার মানুষ যানবাহন ছাড়া হলে ও হাঁটাপথ একটু স্বাচ্ছন্দের হয় কিন্তু বর্ষার মৌসুমের মৌসুমে যেন সাগর পাড়ি দিতে হয় এ অঞ্চলের মানুষদের।
এলাকাবাসী বলেন, উপজেলা সদরের কাছাকাছি থেকে ও যেন মনে হয় আমরা দূর্গম চরে বসবাস করছি । আমাদের এ সমস্যাগুলো দেখার কি কেউ নেই ? চলবে…………….