বুধবার, ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সম্ভাব্য ভোটার তালিকা হালনাগাদ -১৭ শুরু হচ্ছে
লালমোহনে সম্ভাব্য ভোটার তালিকা হালনাগাদ -১৭ শুরু হচ্ছে
সালাম সেন্টু, লালমোহন বিডিনিউ: লালমোহন উপজেলার ভোটােদের জন্য ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০১৭ শুরু হতে যাচ্ছে ।
আগামী ২৫ জুলাই মঙ্গলবার থেকে শুরু হয়ে ৯ আগষ্ট বুধবার পর্যন্ত সম্ভাব্য ভোটরদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীগন গমন পূর্বক তথ্য সংগ্রহ (ফরম-২) পূরণ করবেন ।
গত ৩ জুলাই লালমোহন উপজেলা নির্বাহী অফিসার শামসূল আরিফ কতৃক প্রদত্ত নোটিশের মাধ্যমে জানা যায়, যারা বিভিন্ন কারনে এখনো নিবন্ধিত হতে পারেননি কিন্তু তাদের জন্ম ০১ জানুয়ারী ২০০০ বা তার পূর্বে । তাদের কে নিবন্ধনের লক্ষে এ তথ্য সংগ্রহ করা হবে এবং আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার ভোটারদের সংশ্লিষ্ট এলাকা ইউনয়ন পরিষদ ভবন ও পৌরভবনে (ফরম-২) পূরণকৃত সম্ভাব্য ভোটারদের ছবি তোলা ও আঙ্গুলের ছাপ গ্রহন করা হবে ।
সম্ভাব্য ভোটারদের কে বয়স প্রমানের জন্য অনলাইন জন্ম সনদ, শিক্ষা যোগ্যতার সনদ, পিতা-মাতা ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্র বা অন্যান্য দলিলাদি ( পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স,টিকার কার্ড,রক্ত পরীক্ষার সনদ) ইত্যাদি সংগ্রহ করে রাখতে হবে ।