
মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » শশীভূষনে বসতঘরে অগ্নিসংযোগর ঘটনায় আদালতে মামলা দায়ের
শশীভূষনে বসতঘরে অগ্নিসংযোগর ঘটনায় আদালতে মামলা দায়ের
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার হাজারীগঞ্জে ইউনিয়নে জমিজমার বিরোধের জের ধরে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মাও. নুরুজ্জামনসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
গত রোববার পুড়ে যাওয়া ঘর মালিক মো. রফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত বাদির আর্জি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শশীভূষণ থানার অফিসার ইন চার্জ(ওসি)কে নির্দেশ দিয়েছেন। ঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করায় মাও.নুরুজ্জামনসহ আসামীরা বাদিকে হুমকীধামকী দিতে শুরু করেছেন বলে বাদি রফিকুল ইসলাম অভিযোগ করেছেন।
মামলার আর্জিতে বাদি দাবী করেছেন- গত ২৮ জুন রাত সোয়া ৮টার সময় মাও. নুরুজ্জামানের নেতৃত্বে আসামী নেছার উদ্দিন,জসিম উদ্দিন, বকুল বেগম এবং জাকিরসহ অজ্ঞাত ৩/৪ জন বাদির বসতঘর থেকে মূল্যবান মালামাল লুট করে। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে আধাপাকা ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাদি ব্যবসার সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন এবং তার স্ত্রী-সন্তানরাও ইদ উপলক্ষে ঢাকায় ছিলেন। ফলে বসতঘরটি ছিল জনমানব শূন্য, তালাবদ্ধ। পূর্ব থেকে মাও.নুরুজ্জামানদের সাথে জমি জমার বিরোধ থাকায় আসামীরা পরিকল্পিত ভাবে ঘরটিতে আগুন দিয়ে পুড়ে দেয় বলে মামলার আর্জিতে দাবী করা হয়েছে।